কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই নিষেধাজ্ঞার কারণে তিনি ১০ অক্টোবর ভেনেজুয়েলার এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না।

ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙা এবং আপত্তিকর আচরণের কারণে মার্টিনেজকে এই শাস্তি দেওয়া হয়েছে। দুটি আলাদা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে এ শাস্তির মুখোমুখি হতে হয়েছে।

৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলরক্ষক প্রথম ঘটনাটি ঘটান ৫ সেপ্টেম্বর, যখন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর কোপা আমেরিকার জয়ের রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন। তিনি একই ধরনের আচরণ করেছিলেন কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের পর গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। ম্যাচ হারার পর তিনি ক্যামেরার দিকে ধাক্কা দেন এবং ক্যামেরাম্যান জনি জ্যাকসনের অভিযোগ অনুযায়ী, মার্টিনেজ তাকে শারীরিকভাবেও আঘাত করেন।

এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে ফিফা মার্টিনেজের ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে।