কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সীমান্তে আওয়ামীলীগ নেতা টাইগার টিপুসহ আটক ২

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে সুলতানপুর ব্যাটেলিয়ানের বিজিবি ৬০ এর একটি টহল দল। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা বড়জ্বালা বিওপির একটি টহল দল নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটেলিয়ানের বিজিবি ৬০ এর অধিনায়ক।

আটককৃত মো: টিপু সুলতান (৫২) প্রকাশে (টাইগার টিপু) কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া গ্রামের নসিব উল্লাহ ছেলে। সে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক।

অপর আসামী টাইগার টিপুকে ভারতে পলায়নে সহযোগী মো: মারজানুর রহমান (৪৮) ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে যাওয়ার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবি ৬০ এর বড়জ্বালা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০৭৮/এম থেকে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাঁকা সড়ক থেকে একটি মোটর সাইকেলসহ তাদের আটক করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক সময় সংবাদকে বলেন, টিপু সুলতান প্রকাশে (টাইগার টিপু) কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ ও মদদপুষ্ট একজন টেন্ডারবাজ ঠিকাদার এবং কুমিল্লা সদর উপজেলা মহানগর আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক। টিপু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলিসহ বিভিন্ন ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এছাড়াও, পূর্ব হতেই তিনি তার এলাকায় ছাত্রজনতাসহ স্থানীয়দেরকে অস্ত্রের ভয় দেখিয়ে আতংকিত করে বিভিন্ন সময় ত্রাস সৃষ্টি করতো এবং অস্ত্রের গডফাদার হিসেবে টাইগার টিপু নামে তার পরিচিতি রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই কোতয়ালী মডেল থানায় বিভিন্ন অপরাধে দুটি মামলা রয়েছে।

আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে