কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে। ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২,৬০০ ডলার ছাড়িয়েছে, যা দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে।

আজ শনিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ২,৬২২.৩ ডলারে পৌঁছেছে। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩৪.৯৫ ডলার বা ১.৩৫ শতাংশ বেড়ে বিশ্ববাজারে কেনাবেচা হচ্ছে।

জানা গেছে, ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় স্বর্ণ কেনার চাহিদা বাড়ছে। এর ফলে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বৃদ্ধি পেতে পারে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। যে কোনো সময় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হতে পারে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,২৯,৯০২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,০৬,২৮২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ৮৭,০১৩ টাকা। গত ১৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।