কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে রুশ অ্যাপ টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধ

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রুশ অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে ইউক্রেন। দেশটির অভিযোগ, জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের মাধ্যমে ইউক্রেনের সরকারি কর্মকর্তা ও সামরিক কর্মীদের অবস্থান শনাক্ত করছে রাশিয়া, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার পক্ষে সহায়ক হচ্ছে। এই তথ্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল সামরিক ও বেসামরিক কর্মীদের অফিসিয়াল ডিভাইসগুলোতে টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধ করেছে। শুক্রবার একজন কর্মকর্তা এই নিষেধাজ্ঞা জারি করেন।

ফেসবুকে দেওয়া এক ঘোষণায় ইউক্রেন নিরাপত্তা কাউন্সিল জানায়, জাতীয় সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেশন সেন্টারের এক সভায় টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী, নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিভাগের সদস্য এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে যুক্ত অপারেটরদের অফিসিয়াল ডিভাইস থেকে টেলিগ্রাম অ্যাপ সরিয়ে ফেলতে হবে এবং তা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণ হিসেবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়া টেলিগ্রাম ব্যবহারকারীদের তথ্য ফিশিং ও সাইবার আক্রমণের মাধ্যমে পাচ্ছে এবং তাদের অবস্থান শনাক্ত করে বিমান হামলা চালাচ্ছে।