কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বাড়ি অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয় গ্রামবাসী ও ছাত্র সমাজ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এই অবরোধ শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এ সময় বাড়ির ভেতরে বিভিন্ন মামলার ৩০ জন আসামি অবস্থান করছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দুপুর ২টায় ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ ডিসেম্বর মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হোসেন মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে আবুল হোসেন মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির (৩০) নিহত হন। এই ঘটনার পর থেকে আবুল মোল্লার গ্রুপ সাইফুল মেম্বার গ্রুপের বাড়িঘর আক্রমণ, লুটপাট ও অগ্নিসংযোগ করে, ফলে প্রায় ২০টি পরিবারের শতাধিক সদস্য দুই বছর ধরে গ্রামে প্রবেশ করতে পারছেন না।
বৃহস্পতিবার সাইফুল মেম্বার গ্রুপের লোকজন গ্রামে প্রবেশের চেষ্টা করলে আবুল মোল্লার লোকজন তাদের বাধা দেওয়ার প্রস্তুতি নেয়। সাইফুল মেম্বার গ্রুপের সদস্যরা ছাত্র সমাজের কাছে সহযোগিতা চাইলে তারা এসে দেখে যে, আবুল মোল্লার বাড়িতে দেশীয় অস্ত্রসহ অনেক লোকজন অবস্থান করছে। পরে তারা বাড়িটি ঘিরে ফেলে এবং সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়।
সূত্র: যুগান্তর