কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় ইলিশের দাম কেজি প্রতি ৫ হাজার টাকা

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর দুর্গা পুজোর সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি না হওয়ায় কলকাতা ও দিল্লিতে ইলিশের দাম বেড়েছে। কলকাতার বাজারে পদ্মার ইলিশের দাম কেজি প্রতি সাড়ে ৩ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা। দিল্লিতে ইলিশের দাম কিছুটা কম হলেও কেজি প্রতি ৩ হাজার রুপির কাছাকাছি, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার টাকার বেশি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কলকাতার জনপ্রিয় গড়িয়াহাট বাজারের এক পাইকারি মাছ বিক্রেতা জানান, বাংলাদেশ থেকে গোপন চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে কিছু ইলিশ আসছে। তবে এ বছর চাহিদা বেশি থাকায় দামও বেশি। তিনি আশা করছেন, উৎসব শেষ হওয়ার পর এক মাসের মধ্যে দাম কিছুটা কমবে।

আগে কলকাতা ও দিল্লিতে ইলিশের দাম কেজি প্রতি ১২০০ থেকে ১৫০০ রুপি ছিল। তবে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ থাকায় এখন দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে।

কলকাতার বাসিন্দা আমিতা মুখার্জি জানান, তিনি সাড়ে ৩ হাজার রুপি দিয়ে ইলিশ কিনেছেন কারণ পুজোর সময় পরিবারের সবাই ইলিশ খেতে চায়।

সূত্র: সময়ের কণ্ঠস্বর