কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করল বিজিবি

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করলেন বিজিবি ১০। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিবির বাজার মাঠে ক্ষতি করতে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়। সময় উপস্থিত ছিলেন বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন।

মঙ্গলবার বিকেলে বিবির বাজার মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ও তাদের পরিবারের সদস্যরা এসে জড়ো হয়। পরে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ইরি-২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়। ধানের চারা পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটে।

মজিদ মিয়া নামে বন্যায় ক্ষতিগ্রস্ত এক কৃষক জানান, গোমতি নদীর চরে ৮ শতক জমিতে আউশ ধান রোপণ করেছিল। ভারত থেকে নেমে আসা উজানের পাহারী ঢলে তার চাষকৃত জমি পানিতে তলিয়ে যায়। এতে তার সব পাকা ধান নষ্ট হয়ে যায়। অসময়ে বিজিবির কাছ থেকে ধানের চারা পেয়ে মজিদ মিয়ার মুখে হাসি ফুটে।

রেহানা বেগম নামে আরেক কৃষকের স্ত্রী জানান, আমার জামাই শরির খারাপ হয়ে বাড়িতে শুয়ে আছে। ধান বিক্রি করে আমরার জীবন চলে। গোমতির পানি বেড়ে আমরার সব ধান নষ্ট হয়ে গেছে। বীজতলা যে নতুন করে আবার তৈরি করমু ওই সামর্থ্য আমরার নাই। বিজিবি থেকে এখন যেই ধানের চারা পেয়েছি তা দিয়ে আবার জমিতে কাজ শুরু করবো।

ধানের চারা বিতরণ করার সময় আরো উপস্থিত ছিলেন বিজিবি ১০ ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারী পরিচালক মো: ইমাম হোসেনসহ বিজিবি ১০ ব্যাটেলিয়ানের সদস্যরা।