কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল কাইয়ুমকে (৪৫) আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়া এলাকা থেকে কাইয়ুমকে তার পরিবারের সদস্যরা আটক করেন। তিনি মৃত আবদুন নূরের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইশা (৩০) ও উজ্জ্বল মিয়া (৩০) নামে আরও দুজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার রাতে আবদুল কাইয়ুম তার বাড়িতে মাইশা ও উজ্জ্বলকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। এ সময় কাইয়ুমের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা তাদের আটক করে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে।