কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে।

রোববার, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন সকল উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটের College Log in প্যানেলে (কলেজের EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) প্রবেশ করে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের তথ্য অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে পরবর্তীতে সৃষ্ট জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনো দায়ভার গ্রহণ করবে না।