কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের ভাষ্যমতে, চট্টগ্রামমুখী আনন্দ এন্টারপ্রাইজের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে বাসের সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বাস চালকের সহকারী ছিলেন, তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দ্বিখন্ডিত লাশ এবং দুর্ঘটনাকবলিত বাস ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।