কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে আয়োজিত হতে যাচ্ছে কাওয়ালী গানের আসর

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

আকাশ আল মামুন, কুবি:

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বর আয়োজিত হতে যাচ্ছে কাওয়ালী গানের আসর।

গণ আত্মার কবিতা দ্রোহের গান কাওয়ালী সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার একটি দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের দর্শক মাতাবেন বলে জানা গেছে। কাওয়ালী সন্ধ্যায় কাওয়ালী গানের পাশাপাশি দেশাত্মবোধক গান ও কবিতা পাঠ করবেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

কাওয়ালী সন্ধ্যার আয়োজন নিয়ে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চের আহবায়ক হান্নান রহিম জানান, ক্যাম্পাসের আশেপাশের যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চায় সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করবো। এছাড়া ঢাকা থেকে আমরা একটি দল আসবে৷ আমরা দেখেছি এর আগে কয়েকটি বিভাগ কাওয়ালী গানের আয়োজন করেছে। যার কারণে আমারা ভরসা পাচ্ছি৷ আশাকরি সবকিছু সুন্দরভাবে আয়োজন করতে পারবো।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চ এ আয়োজন করবে বলে জানা যায়৷