কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জার্মানির নতুন অধিনায়ক জসুয়া কিমিচ

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জসুয়া কিমিচকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে জার্মান জাতীয় ফুটবল দল। সোমবার জার্মান ফুটবল ফেডারেশন তার হাতে দলের নেতৃত্ব তুলে দেয়।

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর গত ১৯ আগস্ট অবসর নেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। এরপর থেকেই নেতৃত্বশূন্য ছিল জার্মানি। অবশেষে ১৪ দিন পর কিমিচকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া উয়েফা ন্যাশনস লিগে জার্মানির নেতৃত্ব দেবেন কিমিচ।

কিমিচের সহকারী হিসেবে থাকবেন আরও দুইজন ফুটবলার—রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার এবং আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভের্টজ।

ন্যাশনস লিগে জার্মানির প্রথম খেলা হবে হাঙ্গেরির বিপক্ষে শনিবার। এরপর ১০ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে তারা।

এর আগে কিমিচকে কিছু ম্যাচে নেতৃত্ব দিতে দেখা গেছে, যখন নিয়মিত অধিনায়ক ইনজুরিতে ছিলেন। এছাড়া, নিজের ক্লাব বায়ার্ন মিউনিখকেও কিছু ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

জার্মান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ক্যারিয়ারে কিমিচ ৯১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এবং ১৭ বার অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন। জার্মানির কোচ হুলিয়ান নাগলসম্যান তাকে গুন্দোয়ানের যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন।

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের পর একযোগে অবসর নেন জার্মানির ৪ অভিজ্ঞ ফুটবলার—গুন্দোয়ান, ম্যানুয়েল ন্যুয়ার, টমাস মুলার এবং টনি ক্রুস।