কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় কুমিল্লার প্রাণিসম্পদে ৩০৮ কোটি টাকার ক্ষতি

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৯, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ভয়াবহ বন্যায় কুমিল্লার ১৪টি উপজেলা তলিয়ে গেছে। এ বন্যায় কৃষি, মৎস্য খাতের পাশাপাশি প্রাণিসম্পদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় প্রাণিসম্পদে মোট ক্ষতির পরিমাণ ৩০৮ কোটি টাকা, যা আরও বাড়তে পারে। এবারের বন্যা অতীতের যেকোনো ক্ষতিকে ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

কার্যালয়টি জানিয়েছে, জেলাজুড়ে ৪ হাজার ২১৩টি গবাদিপশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ লাখ ৯ হাজার ৯১৪টি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজার মূল্যে যার পরিমাণ ৫০ কোটি টাকার বেশি। এর মধ্যে ক্ষতিগ্রস্ত গরুর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৬২২টি, মহিষ ১৬টি, ছাগল ৩০ হাজার ৮৯২টি, ভেড়া ৬৯৩টি। মারা গেছে ৩৫টি গরু, তিনটি মহিষ, ১৭১টি ছাগল, এবং সাতটি ভেড়া।

হাঁস-মুরগির মধ্যে ২ হাজার ২১৮টি খামারে ১৩ লাখ ৬৬ হাজার ১৪৯টি হাঁস-মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজার মূল্যে যার পরিমাণ ৩৯ কোটি টাকা। এর মধ্যে ২১ লাখ ৭ হাজার ৩৫৩টি মুরগি এবং ৩১ হাজার ৬৯৩টি হাঁস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১০ লাখ ২২ হাজার ৩৪২টি মুরগি এবং ২ হাজার ১৬০টি হাঁস। প্লাবিত হয়েছে ২ হাজার ১ দশমিক ৫ একর চারণভূমি।

খাদ্যের মধ্যে ২ হাজার ৬০৩ টন পশুপাখির দানাদার খাদ্য বিনষ্ট হয়েছে, যার বাজার মূল্য ৫৯ কোটি টাকা। ৫৫ হাজার ৪৩৪ টন পশুপাখির খড় বিনষ্ট হয়েছে, যার বাজার মূল্য ৮৯ কোটি টাকার বেশি। এছাড়াও ৫৮ হাজার ৭৫১ টন ঘাস বিনষ্ট হয়েছে, যার বাজার মূল্য ৭০ কোটি টাকা। মৃত পশুপাখির ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৬০ লাখ টাকা। বন্যায় আহত ১ হাজার ৫০০টি গবাদিপশু এবং ১১ হাজার হাঁস-মুরগিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, বন্যায় কুমিল্লার প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আমরা একটি প্রাথমিক তালিকা তৈরি করেছি। বন্যার পানি নেমে গেলে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তীতে জানানো হবে।