কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ দেড়মাস পর অনুশীলনে মেসি, মাঠে ফিরবেন কবে

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৯, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ দেড়মাস পর অনুশীলনে মেসি, মাঠে ফিরবেন কবে

ডেস্ক রিপোর্ট:

কোপা আমেরিকার ফাইনালে ইনজুরির পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এখনও মাঠে নামতে পারেননি। ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে প্রায় দেড় মাস ধরে তিনি মাঠের বাইরে রয়েছেন। এতদিন মেসির মাঠে ফেরার সময় সুনিশ্চিতভাবে জানা যায়নি, তাই তাকে বাদ দিয়েই আর্জেন্টিনা আসন্ন দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল গঠন করেছে। তবে ভক্তদের আশা পূরণ করে ইন্টার মায়ামির অনুশীলনে মেসি ফিরেছেন।

গতকাল বুধবার (৩০ আগস্ট) প্রথমবারের মতো ইন্টার মায়ামির গ্রুপ অনুশীলনে মেসি অংশ নেন। যদিও তিনি কবে পুরোপুরি মাঠে নামবেন তা এখনও নিশ্চিত নয়। মায়ামির কোচ জেরার্দো মার্টিনো আশা প্রকাশ করেছিলেন যে, মেসি এমএলএস (মেজর লিগ সকার) প্লে-অফের আগেই মাঠে ফিরতে পারবেন।

সংবাদ সংস্থা এপি সূত্রে ইএসপিএন জানিয়েছে, ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে। যদি মেসি সেই ম্যাচেও না খেলতে পারেন, তাহলে তাকে আরও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এবং তখনও তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত আর্জেন্টিনার দলে মেসির নাম নেই।

দলের সঙ্গে অনুশীলনে মেসি কে  ফিরতে দেখে ইন্টার মায়ামির সতীর্থরা খুশি। গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার বলেন, ‘তাকে মাঠে ফিরতে দেখে আমরা আনন্দিত। প্রতিদিনই আমি দেখেছি, তিনি পায়ের চিকিৎসা নিচ্ছেন এবং চেষ্টার কোনো কমতি করছেন না। কোপায় তার গুরুতর চোট দেখার পর থেকে তিনি যে ফিটনেসে ফিরেছেন, তা প্রমাণ করে যে তিনি যথাযথ যত্ন পাচ্ছেন।’

এমএলএসে এখন পর্যন্ত ১২টি ম্যাচে মেসি ১২ গোল করেছেন এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন। তবে চোট ও আন্তর্জাতিক ম্যাচের কারণে তিনি ১৪টি ম্যাচ মিস করেছেন। এছাড়াও, লিগস কাপে মায়ামির শেষ চারটি ম্যাচেও তিনি ছিলেন না। গত বছর এই টুর্নামেন্টে মেসির বড় ভূমিকা ছিল, কিন্তু এবার তার অনুপস্থিতিতে মায়ামি শেষ ষোল থেকে বিদায় নিয়েছে।

মেসি শেষবার মাঠে নেমেছিলেন ১৪ জুলাই, কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে। দ্বিতীয়ার্ধে ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়, এবং সেই মুহূর্তে ডাগআউটে বসে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তার গোড়ালি ভয়ঙ্করভাবে ফুলে গিয়েছিল। ১৪ সেপ্টেম্বরের ম্যাচেও যদি মেসি মাঠে না নামতে পারেন, তাহলে তার মাঠের বাইরে থাকার সময় দুই মাস পূর্ণ হবে।