কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বু‌ড়িচংয়ে গোমতীর বাঁধ ভেঙে হাজার হাজার ঘরবা‌ড়ি প্লা‌বিত

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৩, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রামের হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এ ভাঙনের ফলে আরও কয়েকশো গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার বু‌ড়িচং উপ‌জেলার বুড়বু‌ড়িয়া গ্রা‌মে গোমতী নদীর বাঁধ ভেঙে পানি জনপদে প্রবেশ করতে শুরু করে। বুড়বু‌ড়িয়া উত্তর পাড়া এলাকায় প্রথমে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে শুরু হয়। তা ক্রমেই বড় আকার ধারণ করে এবং গভীর রাতে অন্তত ৫০ ফুট বাঁধ ধসে যায়। নদীর পাড় ভাঙনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ নিরাপদ আশ্রয় নেয় সেই বে‌ড়িবাঁধেই। কেউ কেউ স্থানীয় স্কুল মাদ্রাসায়ও আশ্রয় নেই।

স্থানীয়দের দাবি, গত ৫০ বছ‌রে এই এলাকার বাধ ভাঙতে দে‌খে‌ন‌নি তারা। ফ‌লে বন‌্যা মোকা‌বিলার পূর্ব অভিজ্ঞতা না থাকার কার‌ণে অনেকেই বিপা‌কে প‌ড়ে‌ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাধ ভাঙার পর স্থানীয় প্রশাসনের কাউ‌কেই দেখা যায়‌নি সেখা‌নে।