কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মেঘনায় নৌকাডুবে নববধূসহ নিখোঁজ ২

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১৪, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ভ্রমণে গিয়ে নৌকা ডুবে মাঝিসহ ছয়জন নিখোঁজ হন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন নববধূসহ দুজন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শহরের পুরান বাজার থেকে নৌকা করে বড় স্টেশন মোলহেডে আসার সময় তারা দুর্ঘটনার কবলে পড়েন।

নিখোঁজ দুজন হলেন- নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও তার আত্মীয় সেতু (৩০)। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- নববধূর স্বামী নাঈম খান (৩৫), তার বন্ধু মো. মাজহারুল (৩৩), আত্মীয় মুনিয়া (২৬) ও নৌকার মাঝি মিলন।

তারা মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির বাসিন্দা। সেতু চাঁদপুর শহরের নাজির পাড়ার বাসিন্দা।

নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান বলেন, দুমাস আগে আমার ছেলে প্রবাস থেকে এসে বিয়ে করে। তারা নৌকা ভাড়া নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এর মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। আমার ছেলের সাজানো সংসার শেষ হয়ে গেল।

চাঁদপুর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ওই নৌকায় মাঝিসহ ছয়জন ছিলেন। এর মধ্যে দুজন নিখোঁজ এবং চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কোস্টগার্ড চেষ্টা অব্যাহত রেখেছে।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কর্মকর্তা এম শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের ডুবুরি দল মেঘনায় মোহনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নববধূসহ এখনো দুজন নিখোঁজ রয়েছে।