কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনের সহিংসতায় আহত মুরাদনগরের আরও একজনের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ৩, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় আহত ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান তিনি।

শনিবার (৩ আগস্ট) পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ইমন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে। তিনি ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন।

নিহত সেলিমের বোন আকলিমা খাতুন বলেন, গত ১৯ জুলাই দুপুরে নতুন বাজার হোটেলের সামনে কোটা আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় ইমন আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।