কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে ফুটবল খেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৮, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রবিন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন।

নিহত রবিন মিয়া পৌর এলাকার সেনেরখীল গ্রামের শপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন প্রতিদিনের মতো শনিবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রামের চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী লরি রবিন মিয়াকে চাপা দিয়ে পাশের জমিতে পড়ে যায়। ঘটনাস্থলে রবিন মিয়া নিহত হন।

এদিকে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত রবিনের লাশ উদ্ধার করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আনোয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কিশোর রবিন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।