কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ২৯, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য প্রার্থীদের সমান চোখে দেখবেন। সেইসঙ্গে সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি করেছি। এই নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে।

সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।