কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে নেই কোনো পার্কিংয়ের সুব্যবস্থা অথচ নো পার্কিংয়ের জন্য জরিমানা পোহাতে হচ্ছে সাধারণ জনগণের

প্রতিবেদক
CUMILLA PRESS
নভেম্বর ১১, ২০২২ ৩:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ

ব্যাংকের পাশে মোটরসাইকেল রেখে মোটরসাইকেল মালিক ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তার কিছুক্ষন পরই সিটি করপোরেশনের অভিযানে নো পার্কিং-এ মোটরসাইকেল রাখার কারণে ৩০০০ টাকা অর্থদণ্ড দিতে হয়েছে, অথচ কুমিল্লা নগরীর চকবাজার ডাচ্ বাংলা ব্যাংকের আশে পাশে পার্কিংয়ের কোনও জায়গা নেই। সড়কের পাশে একটু দাঁড়ালেও মামলা। গাড়ি রাখবো কোথায়?’ মফিজুল ইসলাম নামে একজন মোটরসাইকেল চালক এভাবেই তার অভিযোগের কথা বলেন।

সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে নো পার্কিং-এ মোটরযান রাখার কারণে গত ১০ দিনে ৭০টির উপরে মামলার মাধ্যমে প্রায় ৫লক্ষ টাকা জরিমানা করা হয়েছে প্রাইভেটকার ও মোটরসাইকেল মালিকদের। জব্দ করা হয়েছে বেশ কিছু সংখ্যক অটোরিকশা।

যানবাহন অনুপাতে কুমিল্লা নগরীতে পার্কিংয়ের জায়গা না থাকায় বিগত বেশ কিছুদিনের সিটি করপোরেশনের অভিযানে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে চালকদের। নতুন আইন অনুযায়ী, অবৈধ পার্কিংয়ের জরিমানা বেড়েছে, অথচ নগরীতে বাড়েনি পার্কিংয়ের জায়গা।

কুমিল্লা নগরীজুড়ে বাণিজ্যিক ভবন গুলোতে শতভাগ পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে পারছে না কুমিল্লা সিটি করপোরেশন। ঠিক তেমনি করে সিটি করপোরেশন সড়কগুলোতে গাড়ি রাখার কোন ব্যবস্থা ও করতে পারছে না কুমিল্লা সিটি করপোরেশন। তাই অবৈধ পার্কিং হচ্ছে শহরে। পার্কিং বলতে কিছু যে আছে তা মানুষ জানে না। নগরীর ঝাউতলা, বাদুরতলা,কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, ছাতিপট্টি, চকবাজার এলাকাগুলো অনেক ব্যস্ততম এলাকা। যেখানে প্রতিনিয়তই যানবাহন চলাচল করে এবং সর্বদাই জনসমাগম থাকে অথচ এই এলাকাগুলোর মূল সড়কের পাশে যেই সব বানিজ্যিক ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেখানে রাখা হয়নি কোনো পার্কিংয়ের সুব্যবস্থা।

নতুন সড়ক পরিবহন আইনে সঠিক স্থানে মোটরযান পার্কিং না করলে কিংবা নো পার্কিং-এ মোটরযান রাখলে অর্থদণ্ড জরিমানার বিধান করা হয়েছে। কিন্তু কুমিল্লা পুরো নগরীজুড়ে পার্কিংয়ের জায়গা নেই বললেই চলে তাই নগরীতে ৮০ শতাংশ গাড়ি যত্রতত্র পার্কিং করতে বাধ্য হয়।

পার্কিং সুব্যবস্থা না থাকায় কুমিল্লা সিটি করপোরেশনের ব্যর্থতায় জরিমানা গুনতে হয় গাড়ি ও মোটরসাইকেল মালিকদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহন মালিক ও নগরবিদরা।

পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকার বিষয়ে
কুমিল্লা ট্রাফিক ওসি মোঃ জিয়াউল হক চৌধুরী টিপু বলেন, আমরা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি যাতে ভবনগুলোতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকে। কিন্তু আমরা দেখছি অনেক বানিজ্যিক ভবনে সেই ব্যবস্থা রাখা হচ্ছে না। এজন্য মানুষ বাধ্য হয়ে সড়কে গাড়ি পার্কিং করে। যার ফলে প্রতিনিয়তই যানজট তৈরি হচ্ছে

সুজন এর সভাপতি শাহ মোঃ আলমগীর খান বলেন, পার্কিংয়ের জন্য একটি নীতিমালা থাকা দরকার। কিন্তু কুমিল্লা নগরীতে সিটি করপোরেশনের নিয়ম ভঙ্গ করে নির্মিত হচ্ছে বানিজ্যিক বহুতল ভবন। যার ফলে বাধ্য হয়ে মালিকদের যানবাহন রাখতে হচ্ছে মূল সড়কের পাশে। নগরীর পূর্বাঞ্চল (মনোহরপুর থেকে চকবাজার এলাকা পর্যন্ত) হচ্ছে ব্যাংকিং ও ব্যবসায়ী এলাকা অথচ এই পুরো এলাকাজুড়ে একটি জায়গায় ও নেই পার্কিংয়ের সুব্যবস্থা। এই দায়ভার অবশ্যই সিটি করপোরেশনকে নিতে হবে।

সড়কে গাড়ি পার্কিংয়ের বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন ‘বানিজ্যিক ভবনগুলোতে নকশা অনুযায়ী পার্কিং ব্যবস্থা রাখার কথা। কিন্তু অনেকে অর্থের লোভে পার্কিংয়ের জায়গায় দোকান তৈরি করে রেখেছে, আবার অনেকে ব্যক্তিগত গাড়ি পার্কিং করছে। আমরা এইসব ভবনের মালিকদের নোটিশ মাধ্যমে সময় দিয়েছি। ইতিমধ্যে এই ব্যাপারে তিনবার আমরা বৈঠক করেছি। নির্দ্দিষ্ট সময়ের পর আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবো।