কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোয়েব মালিকের নতুন স্ত্রীর ব্যাপারে নতুন পাঁচ তথ্য

প্রতিবেদক
Palash Khandakar
জানুয়ারি ২০, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

একসময় পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার প্রেমকাহিনি বেশ সাড়া জাগানো ছিল। তবে সে অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। নতুন জীবনে পা রেখেছেন শোয়েব মালিক। বিয়ে করছেন জনপ্রিয় এক অভিনেত্রীকে।

বিয়ে করা পাকিস্তানি ওই অভিনেত্রীর নাম সানা জাভেদ। শোয়েব নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে বিয়ের ছবি শেয়ার করেছেন। তবে ওই নারীর বিষয়ে নতুন পাঁচ তথ্য সামনে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সানা জাভেদ সৌদি আরবের জেদ্দায় ২৫ মার্চ ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে শের-ই-জাত নাটকে অভিনয়ের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে।

সানা জাভেদ রোমান্টিক নাটক খানিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর তিনি রুসওয়াই ও ডাঙ্কের মতো আলোচিত ড্রামায় অভিনয় করেন।

তিনি খানিতে অভিনয়ের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন।

তিনি বেহাদ, শরীক-ই-হায়াত, দিনো কি দুলহানিয়া এবং আই লাভ ইউ জাদা-এর মতো জনপ্রিয় টেলিফিল্মেও কাজ করেছেন।

সানা জাভেদ এর আগে ২০২০ সালে পাকিস্তানি অভিনেতা ও সংগীত শিল্পী উমর জেসওয়ালকে বিয়ে করেন। তবে ২০২৩ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। বিচ্ছেদের পর সানা ও উমর দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাদের ছবি সরিয়ে নেন।

শোয়েব মালিককে বিয়ের পর ইনস্টাগ্রামে নিজের নামও বদলে ফেলেছেন সানা। বর্তমানে তিনি সানা শোয়েব মালিক নামধারণ করেছেন। ২০২৩ সাল থেকে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল।