কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় এসে এ দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে : তাজুল ইসলাম

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ক্ষমতায় এসে এ দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে। তারা এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে পারেনি। চলমান বহু উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল তারা। আর বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপির জন্ম হয়েছিল। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে লাকসামেই শত শত কোটি টাকার উন্নয়ন হয়েছে। আর সারা দেশে লাখ লাখ কোটি টাকার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৫টি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে পাকিস্তানের ২৫ কোটি মানুষের জিডিপি ৩৪৮ বিলিয়ন ডলার আর বাংলাদেশের ১৭ কোটি মানুষের জিডিপি প্রায় ৫শ বিলিয়ন ডলার। পাকিস্তানের চাইতে আমাদের মাথাপিছু আয় দ্বিগুণ। ওদের চৌদ্দশ ডলার আর আমাদের ২ হাজার ৮শ ২৪ ডলার।

তিনি বলেন, একসময় প্যারিস কনসোর্টিয়ামে বাংলাদেশের অর্থমন্ত্রী দাতা সংস্থাগুলো থেকে ঋণ প্রাপ্তির জন্য দেন দরবার করতেন। কিন্তু বর্তমানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আমাদের কাছে এসে তারা ঋণ দিতে ইচ্ছা পোষণ করে। কারণ, বাংলাদেশ কখনো ঋণ খেলাপি হয়নি এবং বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা থাকার ফলে বিদেশি সংস্থাগুলো ঋণ দিতে আগ্রহী।

মন্ত্রী তাজুল ইসলাম আসন্ন নির্বাচনে ৭০% ভোট পাওয়ার প্রত্যাশা করে নেতাকর্মীদের প্রতি প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে, মা-বোনদের কাছে যাওয়ার আহ্বান জানান। এ সময় তিনি প্রত্যেক বুথের ভোট দেখবেন বলেও নেতাকর্মীদের জানান।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়ার সভাপতিত্বে লাকসাম পৌর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মেজর (অব.) হাবিবুর রহমান, পৌর আ.লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, কুমিল্লা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদ উল্লাহ মজুমদার, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক আবুল খায়ের, মন্ত্রীর ছেলে মাইদুর রহমান ও সাইদুর রহমানসহ প্রমুখ।