কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৮

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৩, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম খিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লাকসাম উপজেলার খিলা বাজারে সড়কের পাশে একটি মালবাহী লরি দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী জোনাকি এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা এক যুবক মারা যান। এ সময় আহত হন বাসের আরও ৮ যাত্রী। আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানায়, এ ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাস ও লরিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।