কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় শ্রমিক বহনকারী বাসে আগুন

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ৭, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় জিহান ফুটওয়ার ইন্ডাস্ট্রির শ্রমিক পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নগরীর উনাইসার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

বাসের চালক মো. আনিস জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখায় তার ঘুম ভাঙে। তখন সে দ্রুত বাস থেকে বের হন এবং কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন। বাসে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তরা মুখোশধারী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে বাসটি পুরোপুরি জ্বলে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভুঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতাকারীদের দমন করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।