কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
CUMILLA PRESS
সেপ্টেম্বর ১২, ২০২১ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ

কুমিল্লার র‍্যাবের অভিযানে লালমাই থানাধীন বাহাদুরপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ১৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব- ১১ সিপিসি-২ একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লার লালমাই থানার বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ করে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো বাহাদুরপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ ইয়াকুব আলী, কালিকাপুর গ্রামের আব্দুল হাশেমের ছেলে মোঃ আমির হোসেন ও দক্ষিন বড়তুলা গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে মোঃ শাহজাহান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।