কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় গণটিকার ২য় ডোজ ভ্যাকসিন কার্যক্রম চলছে

প্রতিবেদক
CUMILLA PRESS
সেপ্টেম্বর ৮, ২০২১ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, 
করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লায় গণটিকার ২য়ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রগুলোয় ছিল উপচেপড়া ভীড়। প্রচন্ড রোদ্রেও মানুষ টিকার জন্য লাইন ধরে দাড়িয়ে ছিলো ঘন্টার পর ঘন্টা। সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যায় নি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরামহীনভাবে চলে এ গণটিকার ২য় ডোজ কার্যক্রম। প্রথমডোজ যারা যে কেন্দ্রে নিয়েছেন একই তারিখে ওই কেন্দ্রেই তিনি ২য় ডোজ নিচ্ছেন।  কুমিল্লায় ১৭টি উপজেলায় ২য় ভোজ টিকা নিবেন ১লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন।
প্রতি ইউনিয়নের ৩দিন এ গণটিকার ২য়ডোজ কার্যক্রম চলবে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর ৩২টি টিকাকেন্দ্রে ২য় ডোজের এ ভ্যাকসিন প্রদান করা হয়। এ ছাড়া জেলার ১৭টি উপজেলা ১৯৩টি ইউনিয়ন ও ৭টি পৌরসভায় একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেইন বাংলানিউজকে জানান কুমিল্লা সিটি করপোরেশন সহ উপজেলা গুলোতে এই গণটিকার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। উপজেলা গুলোতে গণটিকা কার্যক্রম আজকেই শেষ হলেও সিটি করপোরেশনে আরো দুইদিন গণটিকার কার্যক্রম অব্যাহত থাকবে।