কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৩, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার অষ্টগ্রাম পূর্ব পাড়ার লিটন সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধর (৫) ও জুবরাজ সূত্রধরের ছেলে পাবন সূত্রধর (৫)। তারা অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিলেন। সম্পর্কে দুজন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, আনন্দ ও পাবন সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে দুজনকে না দেখে পরিবারের সদস্যরা খুঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পুকুরে পানি থেকে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সিকদার জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।