কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে মফিজউদ্দিন চেয়ারম্যানের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল 

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১২, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ইমাম হোসাইন, তিতাস:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজউদ্দিন মঈদর ভুঁইয়া’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্ধি মধ্য পাড়া বড়বাড়ী  জামে মসজিদে মফিজ উদ্দিন ভূঁইয়া’র বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন,মজিদপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তাক আহমেদ ভূঁইয়া।

এ সময় মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গৌরীপুর বাজার আনিছ মার্কেটের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া বাবুলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহাবৃদ্ধি মধ্য পাড়া বড়বাড়ি জামে মসজিদের খতিব হজরত মাওলানা আবু হানিফ আনসারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.নাছির উদ্দিন ভূঁইয়া মানিক,সাহাবৃদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম ভূঁইয়া বাদল, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাহজামান শুভ, আজহার মেম্বার,সাবেক মেম্বার আব্দুর রহিম,ডা.রাইজদ্দিন আমিন,আব্দুল আজিজ ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান সরকার,খোরশেদ আলম,এবং দর্পন মিয়াসহ সাহাবৃদ্ধি গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। জিকির তালিম ও দোয়া পরিচালনা করেন,রঘুনাথপুর দরবার শরিফের খলিফা হাজী আলী আর্শাদ মিয়া।