কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৫, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা।

তিনি বলেন, নাশকতাকারীরা পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমাদের তিনজন সদস্য কিছুটা আহত হয়েছেন।

তিনি জানান, ককটেল নিক্ষেপের ঘটনা গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে ধরা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিএনপি নেতাদের নির্দেশেই এই ককটেল নিক্ষেপ করেন তিনি।