কুমিল্লায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব বেড়েছে। সম্প্রতি মাদক ব্যবসায়ে বাঁধা দেয়ায় কুমিল্লা মহানগরীর ১৫ নং ওয়ার্ডে মিথুন ভূইয়া নামে এক যুবক খুন হয়। মিথুন সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।
আজ সোমবার বেলা ১২ টায় মিথুন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা এই মানববন্ধনের আয়োজন করে।
কুমিল্লা মহানগরীর প্রানকেন্দ্র পূবালী চত্বরে আয়োজিত মানববন্ধনে অন্তত পাঁচ হাজার মানুষজন অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত সাধারণ মানুষজন মাদক ব্যবসায়ীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্লোগান দেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে জাগ্রত মানবিকতার উপদেষ্ঠা বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, কুমিল্লা নগরীতে মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। নগরীতে বিভিন্ন সময়ে মাদকসেবীদের হামলায় সাধারণ মানুষজন আতংকিত অবস্থায় দিনপার করছে। গত বুধবার মাদক ব্যবসায়ে বাঁধা দেয়ায় মিথুন ভূইয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই নগর কুমিল্লায় যেন মাদকের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনা করা হয়। আমরা বলতে চাই হয় মাদক ছাড়ো না হয় কুমিল্লা ছাড়ো।