কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার তারা সুতারিয়ার সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২২, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

অনেক দিন ধরেই তাদের নিয়ে জল্পনা! প্রায়ই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। কথা হচ্ছে কার্তিক আরিয়ান, তারা সুতারিয়াকে নিয়ে। গুঞ্জন উঠেছে তারা প্রেম করছেন। সপ্তমীর সন্ধ্যায় এক প্রথম সারির রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেল তাদের। যা দেখে জল্পনা বেড়েছে।

কার্তিক-তারার এই যুগলবন্দি নিয়ে সিনেমহল্লার নানা ধারনা। কিছু মানুষের মতে, সবটাই নাকি ‘আশিকী ৩’-এর প্রচার। পরিচালক অনুরাগ বসু নায়ক হিসেবে কার্তিককে বেছেছেন। নায়িকার নাম ঘোষণা করেননি। তারা-ই কি তাহলে ছবির নায়িকা? হয়তো পূজার পরে নাম জানাবেন অনুরাগ। কিন্তু কার্তিক আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছেন।

এ কারণেই সম্ভবত তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। বাকিদের দাবি, একেবারেই তা নয়। বরং বাস্তবেও কার্তিকের ‘আশিকী ৩’ দশা চলছে। সারা আলি খানের পরে অনন্যা পাণ্ডে। এবার তারা সুতারিয়া। তারই ঝলক দেখছেন সবাই। বলিউডের হট ডিভা ছাড়া নায়কের মনেই ধরে না!
সূত্র : আজকাল।