কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিয়োগ পরীক্ষা স্থগিত: ক্ষুব্ধ পরীক্ষার্থীরা ও অভিভাবকরা

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৩, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সিদ্ধেশ্বরী কলেজের মূল ফটকের সামনে মহিলা অধিদপ্তরের ডে কেয়ার ইনচার্জের নিয়োগ পরীক্ষা ঘোষণা ছাড়াই বাতিল করা হয়েছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।

এক পরীক্ষার্থী দাবি করেন, ‘কেন হঠাৎ করে পরীক্ষা বাতিল (স্থগিত) করা হলো? আমাদেরকে জানাতে হবে। অধিদপ্তরের লোক এসে কারণ জানাতে হবে।’

আরেক পরীক্ষার্থী জানান, ‘আমরা গতকাল (বৃহস্পতিবার) জার্নি করে এসেছি। সারাদিন খাওয়াদাওয়া নেই। এখন আমাদেরকে বলা হচ্ছে পরীক্ষা স্থগিত। এটা অবশ্যই অব্যবস্থাপনা।’

এ সময় পরীক্ষার্থী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন। আপনি বিষয়টি দেখুন। দুর্নীতির কারণেই এই অব্যবস্থাপনা।

কুমিল্লার চান্দিনা থেকে মেয়ে পরীক্ষা দিতে নিয়ে আসা একজন অভিভাবক জানায়, ‘পরীক্ষার আধা ঘণ্টা আগে আমি মেয়েকে নিয়ে এসেছি। এসে শুনছি, পরীক্ষা বন্ধ (স্থগিত)। সারা বাংলাদেশ থেকেই পরীক্ষার্থীরা আসছে। আমরা এত কষ্ট করে ছেলেমেয়েদের টাকাপয়সা দেই। এই অবস্থার জন্য?’

পাবনা থেকে আসা আরেক অভিভাবক জানান, ‘(সকাল) ১০টার দিকে মেয়েকে নিয়ে এসেছি। সাড়ে ১০টার সময় আমাদের বলা হলো যে পরীক্ষা হবে না।’

রাস্তা অবরোধের একপর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা পরীক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, সিদ্ধেশ্বরী কলেজের মূল ফটকের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকরা রাস্তা অবরোধ করেন। এ ঘটনায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।