কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে জন্ম মৃত্যু নিবন্ধনে শীর্ষ ইউনিয়নকে সংবর্ধনা

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৬, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ গোলাম সারওয়ার, মুরাদনগর প্রতিনিধি:

“জন্ম মৃত্যু নিবন্ধন করি, নাগরিক সেবা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীর্ষ জন্ম মৃত্যু নিবন্ধনকারী ইউনিয়ন পরিষদকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন।

প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় একটি রেলি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঞা জনী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, ইউপি সচিব চন্দন কুমার দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, ইঞ্জিনিয়ার শওকত, ইউপি সচিব নাইম সরকার, জাকির হোসেন, কাজী তাজুল ইসলাম, জালাল উদ্দীন আহাম্মদ, মোজাম্মেল হকসহ আরো অনেকে।

অনুষ্ঠানে গত এক বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষ থাকা ৩টি ইউনিয়নকে সম্মাননা প্রদান করেন ইউএনও মোঃ আলাউদ্দিন ভূঞা জনী। জন্ম মৃত্যু নিবন্ধনে প্রথম স্থানে রয়েছে ধামঘর ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্থানে রয়েছে নবীপুর পূর্ব ও তৃতীয় স্থানে রয়েছে আকুবপুর ইউনিয়ন পরিষদ।