কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবারের বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরিয়ান রুট

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৫, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের সব অর্জনই বড়। জো রুটের নামটিও লেখা হয়ে গেলো অর্জনের খাতায়, রেকর্ডে। এবারের বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরিটি যে এসেছে ইংলিশ এই ব্যাটারের হাত ধরে!

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দায়িত্বশীল এক ফিফটি হাঁকিয়েছেন জো রুট। দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর উইকেটে আসেন এই ব্যাটার। এখন পর্যন্ত খেলে যাচ্ছেন।

এরই মধ্যে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম ফিফটি। ৫৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন রুট।

১১৮ রানে তুলতে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই আছে ইংলিশরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন রুট। অধিনায়ক জস বাটলার খেলছেন মারকুটে ভঙ্গিমায়। ৩০ বলে ৩০ রানে অপরাজিত তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান।

আহমেদাবাদে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম ল্যাথাম। শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৪০ রান তোলেন দুই ওপেনার জনি বেয়ারস্টো আর ডেভিড মালান।

মালান ধীরগতির ছিলেন। ২৪ বলে ১৪ করা এই ওপেনারকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফেরান ম্যাট হেনরি। অষ্টম ওভারে প্রথম উইকেট হারায় ইংলিশরা।

থিতু হয়ে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। ৩৫ বলে ৩৩ রান করে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে থামতে হয়েছে তাকেও। তবে স্বভাবজাত মারকুটে ব্যাটিং থেকে বের হতে পারেননি হ্যারি ব্রক।

রাচিন রাবিন্দ্রর যে ওভারে আউট হয়েছে, তার আগের তিন বলে দুটি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান এই ব্যাটার। ১৬ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৫ করে ড্রেসিংরুমে ফেরেন ব্রুক। একশর আগে (৯৪ রানে) ৩ উইকেট হারায় ইংলিশরা।

নিউজিল্যান্ডের স্পিন আক্রমণে আত্মসমর্পন করেছেন মঈন আলিও। ব্যক্তিগত ১৭ বলে ১১ রানে গ্লেন ফিলিপসকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন এই অলরাউন্ডার।