কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সদরে বিদেশী পিস্তল ও গুলি সহ এক নারী গ্রেফতার

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ এক নারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নারী সেতারা আক্তার (২৪), নগরীর ৪ নং ওয়ার্ডের দৌলতপুর ছায়াবিতান এলাকায় বাসিন্দা।

এ সময় মোঃ দাউদ (৩০) নামে একজন পালিয়ে যায়।

শনিবার বেলা সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

তিনি জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদে কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ছায়া বিতান এলাকার একটি ভাড়া ঘরের ভেতর তল্লাশী করে পিস্তল গুলি ও ম্যাগজিনটি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধ একজন নারীকে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।