কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মশার প্রকোপ কমাতে মশা নিধনকারী ঔষধ স্প্রে করলো কুবি

প্রতিবেদক
CUMILLA PRESS
জুলাই ৮, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:মশার উপদ্রব কমাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খোলার একদিন আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ আশেপাশে নিজস্ব ফগার মেশিন দিয়ে মশানিধনকারী ঔষধ স্প্রে করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৮ জুলাই) সকালে ঔষধ স্প্রে করা হয়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার মোহাম্মদ শাহ আলম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছুদিন আগে যে ফগার মেশিন কিনেছে সেটি দিয়েই আমরা আজ স্প্রে করেছি। পরবর্তীতেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি অনুযায়ী মশার প্রকোপ কমাতে এই স্প্রে কাজ চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বর্তমানে দেশে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের সংখ্যা বেড়েছে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুলছে তাই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্যের কথা চিন্তা করে মশার প্রকোপ কমাতে এই স্প্রে করা হয়েছে।’

তিনি আরও বলেন, পূর্বে আমাদের নিজস্ব কোনো ফগার মেশিন ছিলো না। যারফলে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে স্প্রে করাতে হতো, তারাও নানা ব্যস্ততার কারণে মাঝেমাঝে সময়মতো আসতে পারতো না। তবে এখন আমাদের নিজস্ব ফগার মেশিন আছে এবং আমাদের নিজস্ব পরিচালনায় এই কাজ হবে।

উল্লেখ্য, ৫৯ হাজার ৫০০ টাকা খরচ একটি ফগার মেশিন কিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা ২০ জুন বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন একটি ড্রেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন স্প্রে করার মধ্য দিয়ে উদ্বোধন করেন।