কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মারধরের শিকার কর্মকর্তা 

প্রতিবেদক
CUMILLA PRESS
জুলাই ৩, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: উপ-ব্যবস্থাপক জসিমউদ্দিন আহমেদ। সোমবার (৩রা জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার নাজির পুকুরপাড় খায়রুল এনাম ফারুক ওরফে পটু ওকিলের বাড়িতে এই ঘটনা ঘটে। 
হামলার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ।
ভুক্তভোগী জসিমউদ্দিন আহমেদ থেকে জানায়, গত ২৫ই জুন বকেয়া ও দীর্ঘদিন ধরে অবৈধ অনুমোদনহীন অতিরিক্ত একটি দ্বৈত চুলায় গ্যাস ব্যবহার করার কারণে কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার খায়রুল এনাম ফারুকের (গ্রাহক সংকেত নং- ২ডি-০৭১৩২) বাসার গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। এই সময় রেগুলেটরিটি কংক্রিটের ঢালাইয়ের ভিতরে থাকায় অপসারণ করা হয়নি।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর কর্তৃপক্ষের নির্দেশনায় আজ (সোমবার) দুপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকারী টিম, রাইজার টিম নিয়ে গ্রাহক ফারুকের জিআই লাইনের পাইপ অপসারণ করে সংযোগটি সম্পুর্নভাবে বিচ্ছিন্ন করি। এমন সময় গ্রাহক ফারুক ও তার দুই ছেলে রাজীব ও জামাল আমার উপর হামলা করে। তারা আমাকে ধরে কিল ঘুষি লাথি মারে। আমি চিৎকার করলে রাজীব আমার গলা চিপে শ্বাসরুদ্ধকর করে হত্যা করার চেষ্টা করে। এই সময় আমার টিমের সদস্য দীপ্ত ডাকুয়া ও রথীন্দ্র নাথ রায় আমাকে বাচাতে চেষ্টা করলে তাদেরকে ও মারধর করে ফারুক ও তার ছেলেরা। খবর পেয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লি: কর্মকর্তারা ও পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে।
এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লি: এর উপ-ব্যবস্থাপক জসিমউদ্দিন আহমেদ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এই ঘটনা তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।