কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিসহ ১০টি কেন্দ্রে অংশ নেবেন ১৯,৭৯৯ গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী

প্রতিবেদক
CUMILLA PRESS
মে ৯, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ ১০টি কেন্দ্রে ৩ ইউনিটে মোট ১৯ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করবেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী।

জানা গেছে,১০ টি কেন্দ্রে ’ এ’ ইউনিটে পরীক্ষা দিবেন ৯ হাজার ৪৫১ জন, ‘বি’ ইউনিটে পরীক্ষা দিবেন ৬ হাজার ৯৬২ এবং ‘সি’ ইউনিটে পরীক্ষা দিবেন ৩ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী।

আগামী ২০ মে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তীতে ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে।

ইতোমধ্যে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এবার অনলাইনে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

উল্লেখ্য, ১৯ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী যে ১০ টি কেন্দ্রে পরীক্ষা দিবেন সেগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস (বার্ড সংলগ্ন),ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লা সেনানিবাস(বার্ড সংলগ্ন), সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (বি এড কলেজ) কোটবাড়ী, কুমিল্লা, গভ: ল্যাবরেটরী হাই স্কুল, কোটবাড়ী,শালবন মাধ্যমিক বিদ্যালয়, ক্যাডেট কলেজ সংলগ্ন কোটবাড়ী, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), কোটবাড়ী,কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শাকতলা, কুমিল্লা, বার্ড হাইস্কুল, কোটবাড়ী, কুমিল্লা,বর্ডার গার্ড পাবলিক স্কুল, বিজিবি সেক্টর সদর দপ্তর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা।