কুমিল্লামঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণ

প্রতিবেদক
CUMILLA PRESS
এপ্রিল ১১, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসতঘর থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এই ঘটনা ঘটে। এরপর ওইদিন রাতে ভুক্তভোগীর মা (৩৪) এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ইফতারের সময় একদল দুর্বৃত্তরা বসতঘরে প্রবেশ করে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এসময় তার মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ নগদ টাকাও নিয়ে যায়। স্কুলছাত্রীর মা বাধা দিলে দুর্বৃত্তরা তাকে মারধর করে দ্রুত পালিয়ে যায়।

অপহৃত ছাত্রীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। আমি থানায় মামলা দায়ের করেছি। সেখানে বিস্তারিত লিখেছি। আশা করি পুলিশ দ্রুত আমার মেয়েকে উদ্ধার করবে।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমরা ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছি। আমাদের একাধিক টিম কাজ করছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।