কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ২১ মার্চ পর্যন্ত

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ১৬, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে হজযাত্রীদের নিবন্ধনের সময়। বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের বিশেষ অনুরোধে শেষবারের মতো আগামী ২১ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। এছাড়া যারা এখনও পাসপোর্ট পাননি তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারগুলোর অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাগুলো খোলা রাখার অনুরোধ করা হয়।