কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শশুর নিহত

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর আবদুস সাত্তার (৮৫) নিহত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত জামাই সোলায়মান আলীকে (৬০) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত বৃদ্ধ আবদুস সাত্তার বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনির মৃত কাজেম উদ্দিনের ছেলে। জমি নিয়ে মেয়ের জামাই একই গ্রামের মৃত হোসেন প্রামানিকের ছেলের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। সোমবার দুপুর ২টার দিকে জোহর নামাজ শেষে আবদুস সাত্তার বাড়ি ফিরছিলেন। পূর্ব বিরোধের জেরে রাস্তায় লুকিয়ে থাকা জামাই সোলায়মান পেছন থেকে লাঠি দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত বৃদ্ধ সাত্তারকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জামাই সোলায়মান আলীকে গ্রেফতার করে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) লাল মিয়া জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক জামাইকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্বশুরকে হত্যার দায় স্বীকার করলেও কারণ বলেননি। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হবে।