কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধা

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ব্যাংকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালক মো. জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতা মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মো. জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন ও মুহাম্মদ শাব্বির এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস। এছাড়া ট্রমা ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড ম্যাটস প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ভোর ৩টায় একুশের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর নেতৃত্বে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রাফিজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী জনসংযোগ কর্মকর্তা সাইদুর রহমান নিরব, আইটি অফিসার বদিউল আলম রনি ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা জাহিদা জামান সনিয়া।

সোনালী ব্যাংক লিমিটেডও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এদিন সকালে ব্যাংকটির  পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, উপ ব্যবস্থাপনা পরিচালকরা, মহাব্যবস্থাপক এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।