নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ১৩ বছর বয়সী শিমুল নামে এক অটোরিকশা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে হায়দার পোলের সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
নিহত অটোরিকশা চালক শিমুল(১৩) চৌদ্দগ্রাম ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের রুবেল মিয়া সুমনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ই জুন) শিমুল বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাসায় না আসায় তার পরিবারের সদস্যরা তাকে খুজতে বের হয়। শুক্রবার রাত পর্যন্ত শিমুলকে খুঁজে না পেয়ে শিমুলের বাবা সুমন মিয়া চৌদ্দগ্রাম থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করে। শনিবার আনুমানিক বেলা ১২ টার সময় ৯৯৯ এ কল পেয়ে ডোবা থেকে শিমুলের লাশ উদ্ধার করে পুলিশ।
এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, শিমুলের পরিবার লাশ দেখে শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য শিমুলের লাশ থানায় নিয়ে এসেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা ছিনতাইয়ের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে৷ তবে আমরা ঘটনার মূল রহস্য উদঘাটন করতে কাজ শুরু করেছি।












