কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮১ বছর পর কুমিল্লা থেকে ২৪ সেনার দেহাবশেষ ফেরত নিচ্ছে জাপান

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৯, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ২৪ জন জাপানি সেনার দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে এই দেহাবশেষ উত্তোলনের কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল, যাঁরা কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করছেন।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এসব জাপানি সেনার দেহাবশেষ সমাধিস্থ করার ৮১ বছর পর নিজ দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেহাবশেষ উত্তোলন ও যাচাইয়ের পাশাপাশি সমাধিতে পাওয়া স্মৃতিচিহ্নগুলোও সংগ্রহ করা হচ্ছে। জাপানের ৭ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল, যার মধ্যে ছয়জন জাপানি ও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, এই কার্যক্রমে কাজ করছেন। তাঁদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সরকারও।

বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন ইনোওয়ে তাতসুকায়ি। তিনি জানান, সমাধিগুলো থেকে প্রাপ্ত দেহাবশেষ এবং অন্যান্য জিনিস সংরক্ষণ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে সৈনিকদের পরিবারের জন্য কিছুটা সান্ত্বনা প্রদান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সহযোগিতায় এই কার্যক্রম গত ১৩ নভেম্বর শুরু হয়েছে এবং আগামী ২৪ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। প্রধান আর্কিওলজিস্ট ফ্রান্সিস মাইকেল বলেন, ‘মাটি খুঁড়ে দেহাবশেষ ও স্মৃতিচিহ্নগুলো সাবধানে সংগ্রহ করা হচ্ছে। এই কাজ শেষ হওয়ার পরই আমরা নিশ্চিতভাবে বলতে পারব, কী পাওয়া গেছে।’

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের বাংলাদেশের মুখপাত্র লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক জানান, জাপান সরকার ২০১৩ সালেই এই দেহাবশেষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, তবে বিভিন্ন কারণে তা তখন সম্ভব হয়নি। গত বছর আবারও এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয় এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে কাজটি শুরু করা হয়।

ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের মোট ৭৩৭ জন সৈনিক সমাহিত আছেন। প্রতি বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।