কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি

প্রতিবেদক
Palash Khandakar
মে ১৪, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে কোনো দল না পেলেও মৌসুমের মাঝপথে বাংলাদেশের স্টার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়াল দিল্লি ক্যাপিটালস। দলটি তাকে কিনেছে ৬ কোটি রুপিতে, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

বুধবার (১৪ মে) দিল্লি ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে মুস্তাফিজের যোগদানের ঘোষণা দেয়। এছাড়া, আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটেও তার মূল্য তালিকাভুক্ত হয়েছে ৬ কোটি রুপি (প্রায় ৭.৮ মিলিয়ন বাংলাদেশি টাকা) হিসেবে।

এর আগে, কোনো বাংলাদেশি ক্রিকেটারকে এত উচ্চ মূল্যে আইপিএল দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল ৬ লাখ ডলারে (সে সময় প্রায় ৪ কোটি বাংলাদেশি টাকা)।

দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত বিবেচনায় টুর্নামেন্ট ছেড়ে চলে যান। তিনি বাকি মৌসুমে আর ফিরছেন না। তার শূন্যতা পূরণেই মুস্তাফিজকে দলে নেয় দিল্লি।

মুস্তাফিজের এই যোগদান বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য যেমন গর্বের, তেমনি আইপিএলের বাকি ম্যাচগুলোতে তার পারফরম্যান্সও এখন সকলের নজরে।