কুমিল্লাবুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩৭৫ জন হাসপাতালে

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৫, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন ও চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৬ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ জন করে রোগী ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৫ হাজার ৫৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে ৫৮ জন। এদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৭ জন নারী।