কুমিল্লাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৭ ডিসেম্বর স্কুলে ভর্তির লটারি

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১০, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারি আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৫ শিক্ষাবর্ষে মহানগরী এবং জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারি পদ্ধতিতে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্তের আলোকে, কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে ১ম থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারি আগামী ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ১/ক সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে।

এই ডিজিটাল লটারি প্রক্রিয়ার সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।