কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হোমনায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হাতে বৃদ্ধ খুন

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৪, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে রফিকুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত অলেক মিয়া নামে একজনকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তিনি একই বাড়ির মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই।

নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, ‘রবিবার সকালে আমার স্বামী পঞ্চবটি ওষুধ আনতে গেলে পরিকল্পিতভাবে তার ওপর সন্ত্রাসীরা হামলা করে। তারা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

আমার স্বামীকে হত্যার পর তারা আবার আমাদের বাড়িতে দলবল নিয়ে হামলা চালায়। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের বিচার চাই।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’