কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হেডে গোল করে জাদু দেখালেন মেসি, প্লে-অফে দুর্দান্ত শুরু ইন্টার মায়ামির

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৫, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে চমৎকার সূচনা করেছে ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, যার প্রথমটি ছিল এক বিরল দৃশ্য, ডাইভিং হেডে গোল করলেন তিনি!

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি।

প্রথমার্ধের ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত এক পাসে বল পেয়ে দারুণ এক ডাইভিং হেডে জো উইলিসকে পরাস্ত করেন মেসি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে তাদেও আলেন্দে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মায়ামি তৃতীয় গোলটি পায় প্রায় উপহার হিসেবেই।

রক্ষণভাগের ভুলে খালি পোস্টের সামনে বল পান মেসি, সহজে ঠেলে দেন জালে। ততক্ষণে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষদিকে হানি মুখতার ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করলেও ফলাফল অপরিবর্তিত থাকে।
এ জয়ে তিন ম্যাচের সেরা দুই ফরম্যাটের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইন্টার মিয়ামি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী ১ নভেম্বর ন্যাশভিলের মাঠে।