ডেস্ক রিপোর্ট:
নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নিজ বাড়িতে প্রায় ৪০ জনের একটি দল তাকে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে জানিয়েছেন লামিয়া চৌধুরী। তিনি এই ঘটনা সামাজিক মাধ্যমে তুলে ধরেন।
শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ হামলা ঘটে। হামলার সময় লামিয়া চৌধুরী ফেসবুকে লাইভ ভিডিও সম্প্রচার করেন। সেই লাইভ ভিডিওতে দেখা যায়, লামিয়ার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। ভিডিওতে লামিয়া বলেন, তার পা ভেঙে দেওয়া হয়েছে এবং তিনি হাঁটতে পারছেন না। তার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই ঘটনার জন্য তার মামিকে দায়ী করেছেন। তবে লামিয়ার প্রয়াত ছোট মামা টিপু সুলতানের স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি পাল্টা অভিযোগ করেছেন। তার দাবি, জমি সংক্রান্ত বিরোধের বিচার-সালিসের সময় লামিয়া লোকজন নিয়ে এসে তার ওপর হামলা চালিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়ার মামা টিপু সুলতান ৯ বছর আগে মারা গেছেন। তার পরিবারের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান। শনিবার বিচার-সালিসের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, “আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার আমি কাজিনদের নিয়ে নারায়ণগঞ্জে যাই। সেখানে আমাদের আত্মীয়-স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। কিন্তু ফেরার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আমাদের পৈতৃক জমি দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে। সেই লক্ষ্যে আমি সেখানে যাওয়ার পর দলবল নিয়ে সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। প্রথমে তারা আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আঘাত করে আমার পা ভেঙে দেয়। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে আসে। আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা তাকে আটকে রেখেছে।”
অন্যদিকে, লামিয়ার বক্তব্যকে মিথ্যা দাবি করে তার মামি প্রীতি বলেন, “আমার স্বামী ৯ বছর আগে মারা গেছেন। তার নামে ৩৮ শতাংশ জমি আছে। আমি আমার দুই সন্তান নিয়ে সেখানে বসবাস করি। আমার একটি ছেলে অটিস্টিক। আমার স্বামীর জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিস বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, লামিয়াদের সঙ্গে তাদের মামাদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। শনিবার সেই বিষয়ে একটি সালিস বসে, তখন উত্তেজনা তৈরি হয়। সেই সময় লামিয়ার গাড়িতে হামলার ঘটনাও ঘটে। তিনি বলেন, বিষয়টি উভয় পক্ষের মধ্যেই সংঘটিত হয়েছে।